সংবাদদাতা, কালনাঃ- মৃত ওই মহিলার নাম ডলি দাস (৪২)। ঘটনাটি কালনার ধাত্রী গ্রামের। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষন রাস্তায় যান বাহন আটকে যাই,পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা মহকুমা হসপিটালে পাঠায়। অন্যদিকে আত্মীয়র বিয়েতে যোগ দিয়ে স্থানীয় কালনার নান্দাই পাল পাড়া ঘটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ হয়ে যায় পরে ডুবুরি আসে মৃত দেহ উদ্ধার করে। মৃতের নাম গৌরব পাল। তার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা মহকুমা হসপিটালে পাঠায় কালনা পুলিশ।