eaibanglai
Homeএই বাংলায়যে কোন‌ও সমস্যায় মুশকিল আসান করবে শিবের এই মন্ত্র!

যে কোন‌ও সমস্যায় মুশকিল আসান করবে শিবের এই মন্ত্র!

সঙ্গীতা চৌধুরীঃ- জীবনের যে কোন সমস্যায়, যে কোন বাধায়, শত্রু কর্তৃক পীড়িত হলে,গ্রহ শান্তি কামনায় ও রোগমুক্তির আশায় শ্রী কাল ভৈরব কবচ ধ্যান করুন। ভক্তি যুক্ত মনে এই কবচ ধ্যান করলে সমস্যার সমাধান হবেই হবে।

শ্রী কালভৈরবের ধ্যান মন্ত্রটি হল-“শুদ্বস্ফটিকসঙ্কাশং সহস্রাদিত্যবর্চসম্। অষ্টবাহুং ত্রিনয়নং চতুর্ভুজমথাপি বা।।
শূলটঙ্কধনুঃপাশং দধানং কপালিনম্। দিগম্বরং রক্তবর্ণং রক্তাক্ষং শশিনির্ভম।।”

এর অর্থ হল, যিনি শুদ্ধ স্ফটিকের মতো স্বচ্ছ এবং হাজার সূর্যের মতো তেজদ্দীপ্ত। যিনি আটটি বাহু বা চারটি বাহু এবং তিনটি নয়ন বিশিষ্ট, যিনি হাতে শূল, টঙ্ক, ধনু, পাশ ও নরকপাল ধারণ করে আছেন। যিনি দিগম্বর, যাঁর গায়ের রং রক্তবর্ণ ও চোখদুটি লাল উজ্জ্বল।(তাকে আমি স্মরণ করি-উহ্য আছে কথাটি)

আজ এই অবধিই, এই ধ্যান মন্ত্র কীভাবে পাঠ করতে হবে তা পরে বিস্তারিত ভাবে বলব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments