সোমনাথ মুখার্জি, লাউদোহাঃ- সোশ্যাল মিডিয়ায় বিধায়ক সম্পর্কে আপত্তিকর পোস্ট ,আটক বিজেপি কর্মী। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার ঘটনা। স্থানীয় বিজেপি নেতা জিতেন চ্যাটার্জি বলেন পান্ডবেস্বরের বিধায়ক জিতেন তিওয়ারি সম্পর্কে একটা ছোট্ট কমেন্টস করেন স্থানীয় এক বিজেপির সক্রিয় কর্মী অর্ণব মুখার্জি। বিজেপি নেতা আরো বলেন যে কমেন্টসের মধ্যে কোনো রকম অশ্লীলতা নেই, থ্রেট নেই খুব সামান্য একটা কমেন্টস। যে জানি পুলিশ তাকে গতকাল রাতে ধরে নিয়ে এসে তার ওপর নির্যাতন চালায়। তিনি প্রশ্ন তোলেন এরকম যদি হয় তাহলে আমরা কোন গণতন্ত্রের রাজ্যে বাস করছি?
অন্যায় ভাবে তাদের কর্মী কে না ছেড়ে দেওয়া পর্যন্ত তারা থানার সামনে অবস্থান করবেন বলে জানান। অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেলার খাদ্য কর্মাধখ্য সুজিত মুখার্জি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন যে ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বিধায়ক সম্পর্কে পোস্ট করেছেন সেই জন্যই পুলিশ তাকে ধরেছে আসলে তা নয়। তৃণমূল এধরনের রাজনীতিতে বিশ্বাসী নয়। হতে পারে যে ব্যক্তিকে পুলিশ আটক করেছে তার পুরনো কিছু অসামাজিক তথ্য পুলিশ জানতে পেরেছে তাই বোধ হয় এই আটক পুলিশের এমনটাই অনুমান সুজিত বাবুর।