সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– স্কুলের বার্ষিক পরীক্ষার শেষ দিনে বাড়ি ফিরে মর্মান্তিক সিদ্ধান্ত ছাত্রীর। ঝুলন্ত দেহ উদ্ধার একাদশ শ্রেণির পড়ুয়ার। মৃত স্কুল পড়ুয়ার নাম প্রিয়াঙ্কা দাস (১৭)। ঘটনা আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের ধ্রুবডাঙ্গা এলাকার।
জানা গেছে , বার্নপুরের ধ্রুবডাঙ্গার প্রিয়াঙ্কা দাস আসানসোলের তুলসিরানি বালিকা শিক্ষা সদনে একাদশ শ্রেণির ছাত্রী ছিল। মঙ্গলবার দিন তার স্কুলের বার্ষিক পরীক্ষার ( সেকেন্ড সেমিস্টার) শেষ দিন ছিল। মৃতার পরিবারের লোকজন জানান, এদিন বিকেলে পরীক্ষা দিয়ে এসে স্বাভাবিকই ছিল ছাত্রী। বাড়ির সকলের সঙ্গে স্বাভাবিকভাবেই কথাবার্তাও বলে সে। এদিন রাতে তার ঘরে ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
হঠাৎ করে কেন এমন চরম সিদ্ধান্ত নিল তা পুলিশকে জানাতে পারেনি পরিজনেরা। তবে পুলিশের প্রাথমিক অনুমান কোনো কারণে মানসিক অবসাদে ভুগছিল ওই ছাত্রী। সেই অবসাদ থেকে সম্ভবত আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেয় সে। তবে মৃতদেহের ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে দাবি পুলিশ।