eaibanglai
Homeএই বাংলায়গোরস্থানে চন্দ্রবোড়ার তান্ডব খন্ডকোষে

গোরস্থানে চন্দ্রবোড়ার তান্ডব খন্ডকোষে

সংবাদদাতা, খন্ডকোষঃ- চন্দ্রবোড়া’র আতঙ্কে জেরবার ১০০ দিনের মুজুরেরা। মাটি কেটে একটি গোরস্থান পরিস্কার করার কাজে নিয়োজিত মুজুরেরা প্রায় প্রতিদিনই সাপের তাড়া খাচ্ছেন। প্রান বাঁচাতে গত তিনদিনে দু টি প্রমান মাপের চন্দ্রবোড়া পিটিয়ে মেরেও ফেলেছেন আতঙ্কিত মজুরেরা।

পূর্ব বর্ধমানের লোদনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ১০০ দিনের কাজে সেখানকার শ্যামাডাঙ্গাঁ গ্রামের একটি গোরস্থান পরিস্কার করার জন্য বেশ কিছু মজুর নিয়োজিত হয়। সেই মজুরেরা ই কাজ শুরু করতেই দিন কে দিন বিষধর সাপের মুখে পড়ে। ছড়ায় আতঙ্ক। কাজে নিয়োজিত শ্রমিক মুন্সি আমানুল্লা বলেন, “রোজই চন্দ্রবোড়া বের হচ্ছে কবরস্থান থেকে। কাজ শুরু করাই দুরদায়”।

ওই পঞ্চায়েতের ১০০ দিনের কাজের সুপার ভাইজার মুন্সি গোলাম কাদের বললেন, “গোর স্থানটি গ্রামের বাইরে। লোকজন যাতায়ত কম। তাই সাপের আড়তে পরিনত হয়েছে। বার বার নিষেধ করা সত্বে ও কাজে যুক্ত লোকেরা প্রানের ভয়ে সাপ মারছে”। তিনি বলেন, “সাপের উপদ্রবের বিষয়টি পঞ্চায়েতে রিপোর্টও করা হয়েছে”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments