সঙ্গীতা চৌধুরীঃ- কাল সর্প এমন এক দোষ যা মানুষের জীবনকে নষ্ট করে দেয় মুহূর্তেই। যে সকল ব্যক্তি কালসর্প দোষে ভুগছেন তারা কিছু ঘরোয়া উপায় আছে, যেগুলি মেনে চললে প্রতিকার পাবেন।
ক। শনিবার পাঁচজন দরিদ্র মানুষকে শীত বস্ত্র বা কম্বল দান করতে পারেন।
খ। শনিবার ৫ জন ব্যক্তিকে একটি করে নারকেল দিতে পারেন।
গ। সোমবার শিবের বার দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক করতে পারেন।
ঘ। দেবাদিদেব মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র জপ করতে পারেন।
ঙ। সাপের রুপোর প্রতীক মন্দিরে দান করতে পারেন।
উপরিউক্ত কাজগুলি করলে কাল সর্প দোষ অনেকাংশে নিবারণ হয়।।

















