eaibanglai
Homeএই বাংলায়"রাজ্যে ধর্ষণের কালচার, দাওয়াই জনগণের পিটুনি" দুর্গাপুর থেকে রাজ্যকে নিশানা বিকাশ রঞ্জন...

“রাজ্যে ধর্ষণের কালচার, দাওয়াই জনগণের পিটুনি” দুর্গাপুর থেকে রাজ্যকে নিশানা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “যে রাজ্য়ের মুখ্যমন্ত্রী ধর্ষিতাদের রেটচার্ট বেধে দেন সেই রাজ্যের ধর্ষকরা তো অপরাধ করতে উৎসাহী হবেই।” দুর্গাপুর থেকে রাজ্য সরকারকে এভাষাতেই নিশানা করলেন সারা ভারত আনজীবী সমিতির সভাপতি তথা রাজ্যসভার সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

প্রসঙ্গত সারা ভারত আনজীবী সমিতির সভাপতির পক্ষ থেকে ধর্মনিরপেক্ষতা,সংবিধান রক্ষ ও সুশাসনের দাবিতে দুদিন (১২,১৩) ব্যাপী রাজ্য কাউন্সিল সভার আয়োজন করা হয়েছে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আইনজীবীরা অংশগ্রহন করেছেন। শনিবার এই সভাতেই বক্তব্য রাখতে গিয়েই ধর্ষণ সহ একাধিক ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকারকে নিশানা করেন বিকাশবাবু। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে নতুন ধর্ষণের কালচার শুরু করেছেন মমতা সরকার। কলেজে ধর্ষণ হচ্ছে, হাসপাতালে ধর্ষণ হচ্ছে, আইআইএমে ধর্ষণ হচ্ছে। আগে ধর্ষণ হতো লুকিয়ে চুরিয়ে। আর এখন ধর্ষণ দৈনন্দিন ব্যাপার হয়ে গেছে। এর থেকে মুক্তি পেতে দরকার জনগণের পেটানি।”

তিনি দুর্গাপুর নগর নিগম নির্বাচন নিয়েও সরব হন। বলেন,”নির্বাচন হবে না অথচ হামলা হবে। দুর্গাপুরের মহিলা সমবায় ব্যাংকের নির্বাচনে পর্যন্ত হামলা হয়েছে। কৃষকদের শ্রমিকদের সমর্থনে ডাকা ধর্মঘটের বিরোধিতা নেমেছিল তৃণমূল। ওরা চাইছে মানুষের মধ্যে যে হাহাকার সেটা টিকিয়ে রাখতে। আসল সানাই বাদক হচ্ছেন আরএসএস নরেন্দ্র মোদি আর তার পো হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

শিল্পাঞ্চলের শিল্প পরিস্থিতি নিয়েও কটাক্ষ করেন প্রবীণ এই আইনজীবী। তিনি বলেন,”পশ্চিমবঙ্গের শিল্প ধ্বংস হয়ে গেছে। এখানে যেটুকু আছে ধ্বংস করার জন্য তৃণমূল এগোচ্ছে।”

অন্যদিকে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমালোচনার কড়া জবাব দেন তৃণমূলের জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়। তিনি বলেন,”একজন আইনজীবী হয়ে উনি কি করে জনগণকে আইন নিজের হাতে তুলে দেওয়ার নিদান দেন? কলকাতায় ওনার কথা শোনার লোক নেই তাই দুর্গাপুরে এসে বলছেন। ওনার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। “

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments