সংবাদদাতা, অন্ডাল-
অন্ডালে র ছোরা গ্রামের অদূরেই গ্রামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে শোকের ছায়া এলাকায়.                                                                                                                                                   । মৃত যুবকের নাম পরিতোষ বাউরি (২৫)। 
 গ্রামের মধ্যে ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল পরিতোষ। পেশায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত সে। হটাৎ কি এমন হল? কেনইবা সে আত্মহত্যার পথ বেছে নিল ভাবতেই পারছেন না তার বাড়ির লোকজন পরিতোষ এর কাকার এমনটাই দাবি। 
 গ্রামের ভালো ছেলে পরিতোষ এর এহেন মৃত্যুতে শোকের ছায়া গ্রাম জুড়ে। 
 ঘটনাস্থলেই বনবহাল ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে ঘটনার তদন্তে বণবহাল ফাঁড়ির পুলিশ।
		









