সংবাদদাতা, বুদবুদঃ- মাঠেই ন্যাড়া পোড়ালে তার থেকে যে পরিমাণে দূষণ তৈরি হয় তার থেকে বাতাসে দূষণের মাত্রা একদিকে যেমন বেড়ে যায় অপরদিকে জমির উর্বরতা কমে যায়। তাই পরিবেশ দূষণের রোধে কঠোর বুদবুদের কোটা গ্রাম পঞ্চায়েত।কোটা গ্রামের বাসিন্দারা বলেন কোটা পঞ্চায়েত এর পক্ষ থেকে ন্যাড়া পুরানো বন্ধ করার জন্য চাষীদের সতর্কবার্তা দিয়ে ব্যানার লাগানো হয়েছে। এমনকি এলাকাতেও প্রচার চালানো হয়। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে কিছু চাষী তারা মাঠে ধান তুলে নেওয়ার পর অবশিষ্ট খড় কিংবা ধানের গোড়ায় আগুন লাগিয়ে দিচ্ছে। যদিও কিছু কৃষকের ভুল ধারণা যে এর ফলে তাদের জমির উর্বরতা বাড়বে সেই কারণেই সোমবার কোটা গ্রামের বেশকিছু চাষযোগ্য জমিতে প্রশাসনের নজর এড়িয়ে কৃষকেরা আগুন লাগিয়ে চলে যায়। গোটা ঘটনার কথা কোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান কে জানানো হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।