নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: দুই ট্রেলারের মধ্যে রেষারেষির জের। সংঘর্ষের জেরে গুরুতর আহত হলেন এক ট্রেলার চালক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানা এলাকার ভেদুয়া মোড়ে। আহত গাড়ি চালককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ট্রেলারের চালক পলাতক। জানা গেছে, বৃহস্পতিবার রাতে লোহা বোঝাই দুটি ট্রেলার দুর্গাপুর থেকে বাঁকুড়ার দিকে যাওয়ার পথে ভেদুয়া মোড়ের কাছে দূর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের দাবী, ঐ গাড়ি দুটি প্রচন্ড গতিতে থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জেরে প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক। পরে পুলিশ গাড়ি দুটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
দুই ট্রেলারের রেষারেষির জেরে দুর্ঘটনা, গুরুতর আহত ১
RELATED ARTICLES