নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের ধ্রুবতারা মিউজিক অ্যাকাডেমির পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদিত হল ১৪ই অক্টোবর ২০২৩ সন্ধ্যায়, স্থানীয় গ্রীনফিল্ড হাউসিং কমপ্লেক্সে নিজস্ব প্রেক্ষাগৃহে। অনুষ্ঠান শুরু হয় সমবেত কন্ঠে পরিবেশিত সংগীত এবং মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। অ্যাকাডেমির শিক্ষার্থী ও সদস্যরা সংগীতে অংশ নেন। প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং মনোজ্ঞ বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, গ্রীনফিল্ড হাউসিং সোসাইটির সভাপতি মিলন বক্সী, কবি ও সাহিত্যিক কালীপ্রসাদ দত্ত প্রমুখ। এরপর ‘দনুজদলনী দেবী দুর্গা’ শীর্ষক সংগীতালেখ্যটি পরিবেশিত হয়। আলেখ্যয় আকর্ষণীয় ভঙ্গিমা ও আন্তরিক নিবেদনের মাধ্যমে চণ্ডীপাঠ করেন অতিথি শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়। এককভাবে সংগীত পরিবেশন করেন সংস্থার অধ্যক্ষ প্রণব মুখোপাধ্যায়, অতিথি শিল্পী আনন্দিতা রায়, বাণী চট্টোপাধ্যায় সহ শাশ্বতী চক্রবর্তী বিশ্বাস, কবিতা মজুমদার, শুভঙ্কর দত্ত, সৌমেন চট্টোপাধ্যায়, সুপর্ণা কর্মকার প্রমুখ। যন্ত্রসংগীত সহযোগিতায় ছিলেন উদয়শঙ্কর বিশ্বাস,সুব্রত বিশ্বাস ও অন্যান্যরা। এছাড়াও ছিল নৃত্যানুষ্ঠান এবং চা পান ও জলযোগ ইত্যাদির ব্যবস্থা।
ধ্রুবতারা মিউজিক অ্যাকাডেমির নিবেদন ‘দনুজদলনী দেবী দুর্গা
RELATED ARTICLES