নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়া : এই মুহূর্তে সংবাদ শিরোনামে থাকা ‘কাটমানি’ কাণ্ডে নাম জড়ালো দুই সিভিক ভল্যান্টিয়ারের। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার কাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের শুয়াড়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তৃণমূল-বিজেপি দুই পক্ষের কমপক্ষে সাত জন গুরুতর আহত অবস্থায় অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি। সেখানে তাদের চিকিৎসা চলছে।স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজু লাই ও সমরেশ অধূর্য্য নামে এলাকার দুই সিভিক ভল্যান্টিয়ার সরকারী প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে ‘কাটমানি’ নিয়েছিল। গ্রামবাসীদের চাপের মুখে কাটমানির টাকা তারা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দেয়নি। সেকারণেই ঐদিন গ্রামে মিটিং ডাকা হয়েছিল। কিন্তু মিটিং এ উপস্থিত হয়ে সেই টাকা দিতে অস্বীকার করে। এমনকি তাদের উস্কানিতে বেশ কয়েকজন মদ্যপ দুস্কৃতি বিজেপি কর্মীদের ব্যাপক মারধোর করে বলেও অভিযোগ। অন্যদিকে তৃণমূলের তরফে বিজেপির অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের উল্টে দাবী বিজেপির লোকেরাই তৃণমূল কর্মীদের উপর আক্রমন করেছে। এমনকি ঐ আক্রমনের হাত থেকে বাড়ির মহিলারাও রেহাই পাননি। বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়ে তাদের চার কর্মী অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি বলে তাদের দাবী।এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। বিজেপি ও তৃণমূল উভয়ের পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে ।
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা কাটমানি কাণ্ডে নাম জড়ালো দুই সিভিক ভল্যান্টিয়ারের
RELATED ARTICLES