সংবাদদাতা,বাঁকুড়া:- অজানা জন্তুর আক্রমণে দুই মহিলা সহ গুরুতর আহত হলেন ৪ জন। ঘটনা বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকার। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যে।
জানা গেছে শনিবার সন্ধ্যায় বাঁকুড়া উত্তর বন বিভাগের বেলিয়াতোড় রেঞ্জের কাচ্ছালা গ্রামে একটি জন্তু ভাদু ঘোষ নামে ৬৪ বছরের এক বৃদ্ধাকে আক্রমণ করে। পরে ওই জন্তুরটিই ওই গ্রামেরই দেবাশীষ মিত্র নামে এক যুবকের উপর চড়াও হয়। অন্যদিকে ওই এলাকার সামন্তপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকেও ওই অজানা জন্তুটি কামড়ে দেয়। তাকে বাঁচাতে গেলে বন্দনা সুর নামে এক মহিলার উপরও ঝাঁপিয়ে পড়ে নাম না জানা ওই জন্তুটি। আজানা জন্তুর হানায় আহত ৪ জনকেই স্থানীয়রা উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও কাচ্ছালা গ্রামের বৃদ্ধা ভাদু ঘোষকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ওই ঘটনার পর থেকেই আতঙ্কিত কাচ্ছালা,সামন্তপুর সহ আশেপাশের গ্রামের মানুষজন। অজানা ওই জন্তুর ভয়ে সন্ধ্যের পর বাড়ি থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। পুরো বিষয়টি স্থানীয় বনদপ্তরে জানিয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে বন কর্মীদের প্রাথমিক অনুমান ওই অজানা জন্তু হায়না হতে পারে। খাবারের খোঁজে হয়তো সেটি গ্রামে ঢুকে পড়েছিল। যদিও পুরো বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছে বনদপ্তর।