নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ‘মেঘমল্লার’ এবং ‘ছন্দবাণী’ সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ‘আমার বসন্ত এসো’ শীর্ষক মনোজ্ঞ অনুষ্ঠানে পরিবেশিত হল রবীন্দ্রনাথের বসন্ত ঋতুকেন্দ্রিক সংগীত,আবৃত্তি,নৃত্য ইত্যাদি ১৯ মার্চ সন্ধ্যায়। দুর্গাপুর চিলড্রেন্স একাডেমী অফ কালচার এর আচার্য্য জগদীশচন্দ্র বসু সভগৃহে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের তৃপ্ত করলেন আমন্ত্রিত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকণা ভৌমিক,অশেষ মিত্র প্রমুখ। কবিতাপাঠ করলেন জয়িতা সাঁই সাঁই ও হৃদয় সাঁই। ‘মেঘমল্লার’ নিবেদিত সংগীতালেখ্য এবং ‘ছন্দবাণী’ পরিবেশিত আবৃত্তির অনুষ্ঠান দুটি পরিচালনা করেন যথাক্রমে পর্ণা মুখোপাধ্যায় এবং নীলিমা বিশ্বাস। বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, নীলোৎপল মন্ডল, বুদ্ধদেব দাস, সুব্রত বিশ্বাস প্রমুখের যন্ত্রসংগীত ছিল যথাযথ।