সঙ্গীতা চৌধুরীঃ- রামায়ণ হোক অথবা মহাভারত সব জায়গাতেই আমরা দেখি রাবণ আছে আবার দুর্যোধন আছে আবার মামা শকুনিও আছে। এইসব দেখে মনে হয় পরমাত্মাই যখন সব হয়েছেন ,তখন আমাদের চারপাশে এত খারাপ কেন?
একবার একজন ভক্ত স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে জিজ্ঞেস করেন, “ঈশ্বর যদি সবের উৎস হন তবে সমাজে খারাপ লোক কেন দেখি?” এই প্রশ্ন কিন্তু যুক্তিসঙ্গত। কম-বেশি সব মানুষের মনে এই প্রশ্ন আসে।
স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এর উত্তরটাও খুব সুন্দর ভাবে সেই ভক্তকে দিয়েছিলেন। মহারাজ বলেছিলেন “দুর্যোধন না থাকলে কি মহাভারত হতো? মন্থরা না থাকলে রামায়ণ? আর এই দুটি শাস্ত্র আজও প্রাসঙ্গিক আমাদের জীবনে, সমস্যার গভীর সমাধান খুঁজে নিজেদের উন্নত করার। ঈশ্বর স্বাধীনতা দিয়েছেন আমাদের। কিভাবে একে ব্যবহার করতে হবে তার ইঙ্গিত দেয় শাস্ত্র দুটি। আরেকটা শিক্ষা দেয় রামায়ণের মহাভারত। শুধু ভাল লোক হলেই হবেনা, এই শুভ শক্তিকে সক্রিয় করে তুলতে হবে সমাজে। তবেই সুন্দর সমাজ গড়ে উঠবে। ঈশ্বরের দিব্যলীলায় খারাপ লোকেরাও বিশেষ ভূমিকা নেয় অজান্তে। এজন্য এদের অস্তিত্ব চিরকালই ছিল, আজও রয়েছে।”





