eaibanglai
Homeএই বাংলায়এবার কি তবে দূর্গাপুরে শুরু হল রাজনৈতিক প্রতিবাদে খুনের বদলে খুন?

এবার কি তবে দূর্গাপুরে শুরু হল রাজনৈতিক প্রতিবাদে খুনের বদলে খুন?

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ বৃহস্পতিবার বিজেপির দূর্গাপুরে অনুষ্ঠিত অবস্থান বিক্ষোভে সকলের সামনে বিজেপি নেতা জয় ব্যানার্জী বলে ওঠেন, বিজেপি কর্মির খুনের সঠিক বিচার যদি প্রশাসন না করে, তবে বিজেপি নিজেই এর প্রতিবাদে খুনের বদলে খুনের রাস্তাই বেছে নেবে। প্রশ্ন, তবে কি সেটাই সত্যি হল? শুক্রবার নিজের বাড়িতেই আক্রান্ত হলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ রাখী তেওয়ারী। অভিযোগ, এদিন সকালে ১৪ নং ওয়ার্ডের নতুনপল্লীতে রাখীদেবীর বাড়িতেই ঘটনাটি ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, দেশবন্ধু নগরের বাসিন্দা পবন প্রধান এদিন সকালে মেয়র পারিষদের বাড়ি আসেন শংসাপত্রে সাইন করানোর উদ্দেশ্যে। সেই সময় রাখীদেবী দরজা খুলতে এলে তাকে ধাক্কা দিয়ে গুলি করতে উদ্যত হয় বলে অভিযোগ। চিৎকার শুনে প্রতিবেশিরা জড়ো হলে আগ্নেয়াস্ত্র সহ যুবককে ধরে ফেলেন ও পুলিশের হাতে তুলে দেন অভিযুক্ত পবনকে। এই ঘটনার পিছনে মূল কারন কি তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। অন্যদিকে, কিছুজনের অভিযোগ, আক্রান্তার স্বামী কৌশিক তেওয়ারীর ব্যবসা সংক্রান্ত শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। জানা যায়, ২০১২ সালে তৃণমূল নগরনিগম দখল করার পর কেবল অপারেটর পবন ও কৌশিকবাবুর মধ্যে দখলদারি নিয়ে বচসা হয়। যদিও ঘটনার আসল রহস্য কি, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments