সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে এবার জনবসতি এলাকায় ধস। সেই ধসে এক গৃহস্থের বাড়ির ঠিক পেছনে বিশালাকার গর্ত তৈরি হয়েছে। ঘটনায় বাড়ির সদস্য়দের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারাও। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ডের কুলটির ডিসেরগড়ের শাঁকতোড়িয়া বক্তা উত্তর পাড়ার।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় এলাকার বাসিন্দা গোপ পরিবারের সদস্যরা লক্ষ্য করেন যে, তাদের বাড়ির ঠিক পেছনে একটা বিশালাকার গর্ত তৈরি হয়েছে। তারা বুঝতে পারেন যে, ধসের কারণে এই গর্ত তৈরি হয়েছে। পরিবারের সদস্য অসীম গোপ বলেন, “এদিন বিকেল থেকেই ওই জায়গায় ধস নামছিলো। তাতে গর্ত তৈরি হয়। সন্ধ্যের মুখে তা বিশালাকার হয়। খুবই আতঙ্কে আছি।” খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও গর্ত বোজানোর ব্যবস্থা করার পাশাপাশি পুরো বিষয়টি ইসিএল কর্তৃপক্ষকে জানায়।
জানা গেছে, কয়লাখনি রাষ্ট্রায়ত্বকরণের আগে ওই এলাকায় বেসরকারি কোলিয়ারি ছিলো। এলাকার বাসিন্দাদের দাবি, ওই সময় কয়লা তোলার পরে মাটির তলার ফাঁকা অংশ বালি দিয়ে ভরাট করা হয়নি। সেই কারণে এই ঘটনা। উল্লেখ্য, দিন কয়েক আগেই রানিগঞ্জে একটি বাড়ির বারান্দায় এই একইভাবে ধস নেমে বিশাল গর্ত তৈরি হয়েছিল।