eaibanglai
Homeএই বাংলায়কাঁকসায় জাল ড্রাইভিং লাইসেন্স সহ গ্রেপ্তার পাথর বোঝাই লরির চালক

কাঁকসায় জাল ড্রাইভিং লাইসেন্স সহ গ্রেপ্তার পাথর বোঝাই লরির চালক

সংবাদদাতা,কাঁকসাঃ- জাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাতায়াত, কাঁকসা ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ল পাথর বোঝাই লরির চালক। তাকে আটক করে কাঁকসা থানার হাতে তুলে দেয় ট্রাফিক পুলিশ। ধৃত ব্যক্তি পূর্ব বর্ধমানের মাধাবডিহি থানার অরুই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনা প্রসঙ্গে জানা যায় রোজকার মতোই শুক্রবার পানাগড় আন্ডার পাসিং এলাকায় তল্লাশি চালাচ্ছিল কাঁকসা ট্রাফিক বিভাগের পুলিশ। সেই সময় একটি পাথর বোঝাই লরিকে আটকে চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চান কাঁকসা ট্রাফিক গার্ডের আধিকারিক অমরনাথ দাস। চালকও যাথরীতি লাইসেন্স দেখান। কিন্তু ওই ড্রাইভিং লাইসেন্সটি দেখে সন্দেহ হয় অমরনাথবাবুর। কারণ ড্রাইভিং লাইসেন্সে তুফান তাহ নামে একজনের ছবি রয়েছে যার জন্ম ১৯৭৩ সালে কিন্তু ওই লরি চালক ২৮বছর বয়সী যুবক। তাছাড়া লাইসেন্সে ব্লাড গ্রূপে উল্লেখ রয়েছে ইউ গ্রুপ। এরপরই লাইসেন্স নাম্বার চেক করতে গিয়ে বেরিয়ে আসে আসল তথ্য। জানা যায় ওই ড্রাইভং লাইসেন্সটি শ্যামল মুদির নামে একজনের লাইসেন্স নম্বর নকল করে করা হয়েছে। তারপর ওই চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সে পূর্ব বর্ধমানে কিছু ব্যক্তির সাহায্য নিয়ে ওই জাল ড্রাইভিং লাইসেন্সটি বানিয়েছে। তারপর ওই লরি সহ চালকে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয় কাঁকসা ট্রাফিক পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments