নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কাদা রাস্তায় কলাগাছ পুঁতে পাকা রাস্তার দাবিতে বিক্ষোভে সরব হল কাঁকসার বিদবিহারের শিবপুর সংলগ্ন রায়ডাঙা গ্রামের মানুষজন।
প্রসঙ্গত এই রায়ডাঙা গ্রামে রাস্তা নেই বললেই চলে। রাস্তা বলতে ধান চাষের জমির আল। একপাশে ধানের জমি আর একপাশে বেশ কয়েকটি পুকুর। এর মাঝ দিয়েই যাতায়াত করতে গ্রামের মানুষকে। বর্ষাকালে নাজেহাল অবস্থায় পড়তে হয় পড়ুয়া সহ গ্রামবাসীদের। চপ্পল, জুতো হাতে নিয়ে জমির আল দিয়ে স্কুলে যাতায়াত করে খুদে পড়ুয়ারা। আর কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে চ্যাংদোলা করে নিয়ে যেতে হয়। অভিযোগ
একাধিকবার রাস্তার দাবি জানানো হয়েছে পঞ্চায়েতে এবং বিডিওর কাছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
শেষমেষ বৃহস্পতিবার কাদা রাস্তায় কলা গাছ পুঁতে অভিনব আন্দোলনে সামিল হন এলাকাবাসীরা। বিষয়টি নিয়ে সরব হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ তৃণমূল পরিচালিত বিদবিহার গ্রাম পঞ্চায়েত মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। যদিও বিদবিহার গ্রাম পঞ্চয়েতের সদস্য স্বপন সূত্রধর দাবি করেন, তৎকালীন বাম সরকার রাস্তার জায়গার ব্যাবস্থা না করেই পাট্টা দিয়ে দেয়। ফলে চাষের জমি আর পুকুরের পাড়ের মধ্যে দিয়ে রাস্তা তৈরিতে সমস্যা দেখা দিয়েছে। কিন্তু যাতে ওই এলাকায় পাকা রাস্তা করা যায় সেই চেষ্টাও চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।