সংবাদদাতা, আসানসোলঃ- কয়লা পাচারকাণ্ডে ধৃত ইসিএলের বর্তমান ও প্রাক্তন আধিকারিক সহ ৮ জনের ফের জামিন খারিজ করে দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এদিন ধৃত আট জনকে ফের সিবিআই আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।
প্রসঙ্গত গত ১৩ জুলাই কলকাতার নিজাম প্যালেসে সিবিআয়ের আর্থিক তছরুপ দমন শাখার অফিসে সাত ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইসিএলের প্রাক্তন ও বর্তমান ৭ আধিকারিককে গ্রেফতার করা হয়। এরা হলেন নিরাপত্তা আধিকারিক তন্ময় দাস, সিকিউরিটি সাব ইন্সপেক্টর দেবাশীষ মুখোপাধ্য়ায়, প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্য়ায়, নিমচা গ্রুপ অব মাইনসের প্রজেক্ট অফিসার সুভাষ চন্দ্র মৈত্র, ইসিএলের প্রাক্তন ম্যানেজার মুকেশ কুমার, সিকিউরিটি সাব ইন্সপেক্টর রিঙ্কু বেহরা, প্রাক্তন জিএম অভিজিত্ মল্লিক। পরে পাণ্ডবেশ্বর এরিয়ার প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়।