সংবাদদাতা, বাঁকুড়া:- সমাজ অনেক এগিয়েছে, মানুষ আধুনিক হয়েছে। কিন্তু নারী নিরাপত্তার বিষয়টি এখনও জ্বলন্ত সমস্যা এই দেশে। অনেকেই মনে করেন এই সমস্যা সমাধানে নারীদেরই এগিয়ে আসতে হবে। নারীরা যদি নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের হাতে তুলে নেন তাহলেই এই সমস্যার সমাধান সম্ভব। এই বিষয়টি মাথায় রেখেই একদম প্রাথমিক স্তর থেকে আত্মরক্ষা অর্থাৎ “সেলফ ডিফেন্স” এর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন বাঁকুড়ার শালনবনীর নাম আঁচুড়ি স্বস্তিক স্মৃতি গার্ল হাইস্কুল কর্তৃপক্ষ। জনপ্রিয় “তায়কোয়ান্ডো” মার্শাল আর্ট শেখানো হচ্ছে স্কুলের ছাত্রীদের। কেউ সামনে থেকে কলার ধরলে কীভাবে চোখের পলকে ধরাশায়ী করতে হবে শত্রুকে? অথবা কেউ পিছন থেকে আক্রমণ করলে কীভাবে তাকে বাগে আনতে হবে। এরকমই ডিফেন্সের নানা কলা কৌশল শেখানো হচ্ছে ছোট বড় নানা বয়সের ছাত্রীদের।
প্রসঙ্গত ছাত্রীরা যাতে স্কুল স্তর থেকেই শারীরিক ও মানসিক শক্তিতে বলিয়ান হয়ে আত্মরক্ষায় পারদর্শী হয়ে উঠতে পারে তার জন্য ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রকল্প’ শুরু করেছে রাজ্য সরকার। নাম আঁচুড়ি স্বস্তিক স্মৃতি গার্ল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নন্দিতা সরকার জানান, মে মাসে একবার রানি লক্ষ্মীবাঈ প্রকল্পে ছাত্রীদের আত্মরক্ষার জন্য বিশেষ ক্লাস করানো হয়েছিল। এরপর থেকেই ছাত্রীরা বার বার তাঁকে সেলফ ডিফেন্স শেখার ইচ্ছা প্রকাশ করতে থাকে। কারণ হিসেবে তারা জানায় মাত্র আটটি ক্লাসে সম্পূর্ণরূপে আত্মরক্ষার কৌশলগুলি রপ্ত করা যায়নি। প্রয়োজনে সেগুলি প্রয়োগ করতে ব্যার্থ হচ্ছে তারা। এদিকে টিউশন পড়ে অনেক সময়ই রাতের অন্ধকারে বাড়ি ফিরতে হয় তাদের।
নন্দিতাদেবী জানান, ছাত্রীদের এই আবেদন খুবই গুরুত্বপূর্ণ হলেও তাতে বাধ সাধে বিদ্যালয়ের ফান্ড। সেলফ ডিফেন্সের প্রশিক্ষণের জন্য অর্থ ব্যায় করার ক্ষমতা নেই বিদ্যালয়ের। এরপরই তিনি বাঁকুড়া ডিস্ট্রিক্ট তায়কোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বুবুন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো বিষয়টি জেনে সহায়তা করতে এগিয়ে আসেন বুবুন। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে ছাত্রীদের সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ দিতে রাজি হয়ে যান বাঁকুড়ার “তায়কোয়ান্ডো” মাস্টার । শুধু তাই নয় বুবুন জানান, “মেয়েদের সেলফ ডিফেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই কারণেই আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিনা খরচে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে মেয়েদের সেলফ ডিফেন্স শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”