eaibanglai
Homeএই বাংলায়ড়দিনের সকালে উখড়া ম্যারাথনে দৌড়ালো হাজারেরও বেশি প্রতিযোগী

ড়দিনের সকালে উখড়া ম্যারাথনে দৌড়ালো হাজারেরও বেশি প্রতিযোগী

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বড়দিনের সকালে উখড়া ম্যারাথনে দৌড়ালো প্রায় হাজারেরও বেশি প্রতিযোগী। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের উখড়া রোটারি ক্লাব ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হয় ম্যারাথন এই দৌড়।

এদিন সকাল সাতটায় বাঁকোলা রেলগেট থেকে চার কিলোমিটার দূরত্বের ম্যারাথন দৌড়ের সূচনা হয় । সূচনা করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী । বাঁকোলা রেল গেট থেকে শুরু হয়ে বাজপাই মোড়, উখরা গ্রাম, আনন্দ মোড় হয়ে ফের বাঁকোলা রেলগেটে গিয়ে শেষ হয় দৌড় ।

উদ্যোক্তারা জানান, এদিনের ম্যারাথনে যোগ দিয়েছিল এক হাজারেরও বেশি প্রতিযোগী । ভিন রাজ্য থেকেও অনেক প্রতিযোগী অংশ নিয়েছিল এবারের ম্যারাথনে । পুরুষ বিভাগে প্রথম হন উত্তর প্রদেশের অভিষেক কুমার । দ্বিতীয় অর্জুন টুডু । মহিলা বিভাগে প্রথম হন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা পূজা কুমারী ও দ্বিতীয় শ্যামলী সিং। সকল প্রতিযোগীদের সার্টিফিকেট ছাড়াও দেওয়া হয় আর্থিক পুরস্কার। আগামী বছর দ্বিগুণ আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয় উদ্যোক্তাদের তরফে।

এবছর উখড়া ম্যারাথনের থিম ছিল “নারী সুরক্ষা”। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বলেন, “এই ম্যারাথনের মধ্য দিয়ে সমাজের মধ্যে নারী সচেতনতা ও নারীর সুরক্ষার বিষয়ে বার্তা দেওয়া হল।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments