সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার পদে দায়িত্ব গ্রহণের পরই বৃহস্পতিবার একাধিক থানা পরিদর্শন করলেন নতুন কমিশনার সুনীল কুমার চৌধুরী। এদিন তিনি কুলটি থানা, সালানপুর থানা ও চিত্তরঞ্জন থানা পরিদর্শন করেন।
প্রসঙ্গত গত মঙ্গলবার ১ আগষ্ট রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে মোট চারজন আইপিএস অফিসারের রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম। তার বদলে এডিসিপি (আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট)-র দায়িত্ব দেওয়া হয় আইজি, সিআইডি সুনীল কুমার চৌধুরীকে। অন্যদিকে এডিসিপির সিপি পদে থাকা আইপিএস সুধীর কুমার নীলকান্তমকে ডিআইজি র্যাঙ্কে পদোনন্তি দিয়ে ডবলু পিডির ওএসডি পদে স্থানান্তর করে দেওয়া হয়।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আসানসোল- দুর্গাপুর কমিশনারেট এলাকায় পরপর ঘটে যাওয়া বেশ কয়েকটি খুনের ঘটনা কমিশনারেট এলাকার নিরাপত্তা ও কমিশনারের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। তার জেরেই এই রদবদল।