নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে ডেঙ্গুর প্রকোপ রুখতে তৎপরতা শুরু করল জেলা প্রশাসন। সোমবার দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য বিষয়ক আধিকারিক এবং কর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করে জেলা প্রশাসন। পাশাপাশি সুডার তরফ থেকেও একটি ভার্চুয়াল বৈঠক করা হয়।
উল্লেখ্য, ইতিমধ্যেই নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকা ডেঙ্গি আক্রান্ত বলে চিহ্নিত হয়েছে। প্রসঙ্গত কয়েকদিন আগে পলাশডিহা এলাকায় প্রথমে দুজনের শরীরে ডেঙ্গির জীবাণু মিলেছিল। পরে আরো ১৪ জনের শরীরে ডেঙ্গির জীবাণু মেলে। শনিবার আরও ১২জন নতুন করে ডেঙ্গি আক্রান্ত বলে জানা যায়। সেখানে নতুন করে আবার ২৮ জনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে পলাশডিহা এলাকায় এখনও পর্যন্ত প্রায় ৫০ জনের মতো ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে দাবি পুরনিগমের। যা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে জেলা প্রশাসনকে।
অন্যদিকে পুরনিগমের তরফে ডেঙ্গু রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এদিন জানান পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য রাখি তিওয়ারি। এদিন রাখিদেবী জানান, ইতিমধ্যেই পলাশডিহা এলাকায় স্বাস্থ্য শিবির খোলা হয়েছে। যেখানে চলছে রক্তা পরীক্ষা। এছাড়াও আশা কর্মী ও স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং যাতে বাড়ির কোথায় জল জমে না থাকে সে বিষয়ে এলাকার মানুষতে সচেতন করেছেন। এলাকায় যাতে কোনও আবর্জনা জমে না থেকে সেজন্য চলছে নিয়মিত সাফাই অভিযান। এছাড়াও পুরনিগমের তরফে বাড়ি বাড়ি থেকে ভাঙাচুরা পরিত্যক্ত সামগ্রী সংগ্রহের কাজও চলছে। যাতে ওই সব জিনিসে জল জমতে না পারে।
আপাতত শহরের অন্য কোনও ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপের খবর মেলেনি বলে দাবি রাখীদেবীর। তবে ৪৩টি ওয়ার্ডেই পুরসভা নজরদারি চালাচ্ছে বলে জানান তিনি। কোনও এলাকায় জনসংখ্যার ২৫ শতাংশ বা তার বেশী মানুষ, জ্বরে আক্রান্ত হলেই এলাকায় ফিভার ক্যাম্প খুলে রক্ত পরীক্ষা শুরু করা হবে বলেও জানান রাখিদেবী।