নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় পুষ্টি মাস। মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করতে সেপ্টেম্বর মাস জুড়ে পালিত হচ্ছে এই পুষ্টি মাস। ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই বিশেষ কর্মসূচি।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার দুর্গাপুর সাবডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং অনুভব সোসাল ওয়ার্কার্স ফোরাম অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় বিধাননগর ডিডিএ মার্কেটে অবস্থিত জীবনদান ভবন প্রাঙ্গণে আয়োজিত হয় পুষ্টি নিয়ে একটি সচেতনতা শিবির। শিবিরে কোন খাবারের কি পুষ্টিগুন রয়েছে, কোন নিরামিষ আহারে আমিষসম একই পুষ্টিগুণ আছে এবং নিত্য খাদ্য তালিকায় প্যাকেটজাত খাবারের বদলে টাটকা খাবারের গুরুত্ব কেন বেশী সেই নিয়ে সচেতন করা হয়। বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজিত সরকার, রোটারিয়ান সুবীর রায়, ডিএসএসসিসিএস-এর সম্পাদক কবি ঘোষ। এদিনের অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী।