সংবাদদাতা, বাঁকুড়াঃ- ঘটনা বাঁকুড়া রানিবাঁধ থানা এলাকার বুধখিলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত দুজনের নাম। বাসন্তী সর্দার (৩৫) ও ধরণী সর্দার (৬৫)। গতকালই রানিবাঁধ এলাকায় ঢুকে পড়ে প্রায় ২০ টি হাতির দল। রানিবাঁধ এলাকায় হাতির দল ঢুকলেও বনদপ্তর এর তরফ থেকে গ্রামবাসীদের জানানো হয়নি বলে অভিযোগ। ঘরের দাওয়ায় ঘুমানোর ছিলেন বছর ষাটের বৃদ্ধ ধরণী সর্দার। হাতির দল থেকে একটি হাতি ঘুমন্ত অবস্থায় ওই বৃদ্ধকে পিষে মারে। প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে হাতির দলের সামনে পড়ে যায় বাসন্তী দাস নামে এক মহিলা। ছুটে পালানোর চেষ্টা করলে ওই মহিলাকে শুড়ে করে পেচিয়ে পায় করে পিষে দেয় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এই ঘটনাকে ঘিরে বনদপ্তর এর বিরুদ্ধে ক্ষোভ