সংবাদদাতা,আসনসোলঃ- বিশ্বমানের রেল স্টেশন হতে চলেছে আসানসোল। যেখানে শপিং মল থেকে আধুনিক ফুড কোর্ট, বিলাস বহুল আধুনিক যাত্রীনিবাস বাদ যাবে না কিছুই। আর আসানসোল রেল স্টেশনের এই আধুনিকীকরণের জন্য বরাদ্দ হয়েছে মোট ৪৩১ কোটি টাকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকালে দিল্লি থেকে ভার্চুয়ালি আসানসোল রেলস্টেশনের আধুনিকীকরণের শিলান্যাসের কাজের শুভ সূচনা করেন। উল্লেখ্য এদিন প্রধানমন্ত্রীর হাত দিয়ে সূচনা হয় অমৃত ভারত স্টেশন আধুনীকরণ স্কিমে, দেশের ৫০৮ টি রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ। এর মধ্যে পূর্ব রেলের ৩৭ টি স্টেশনও আছে। আসানসোল ছাড়াও আসানসোল ডিভিশনের আরও যে চারটি স্টেশন আছে, সেগুলি হল কুমারডুবি, শিমুলতলা ,অন্ডাল ও পাণ্ডবেশ্বর । এদিন তার শিলান্যাস করে ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, ডি আর এম চেতন নন্দ সিং, বিধায়ক অজয় পোদ্দার।
আসানসোল স্টেশনের এই অত্যাধুনিক সংস্কারের খবর পেয়ে রীতিমতো আপ্লুত জেলার বাসিন্দারা।