নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের আরোগ্যম নিউরোক্লিনিকের উদ্যোগে ও ভেলোরের নারুভি হসপিটালের সহযোগিতায় শনিবার দুর্গাপুরে মৃগীরোগে সার্জারির প্রয়োগ সংক্রান্ত একটি জনসচেতনতা মূলক অনুষ্ঠান আয়োজিত হল। অনুষ্ঠানের উদ্বোধন করেন মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি ও আইএমএ সভাপতি শ্রীমতি ছবি নন্দী । উপস্থিত ছিলেন আরোগ্যম নিউরোক্লিনিকের ডিরেক্টর তথা নিউরোলজিস্ট ডাঃ প্রবীণ কুমার য়াদব।
এদিনের অনুষ্ঠানে মৃগীরোগে সার্জারি প্রসঙ্গে বলতে গিয়ে ডাঃ য়াদব জানান বর্তমানে বিশ্ব জুড়ে প্রায় ৬ কোটি মানুষ এই মৃগী রোগে আক্রান্ত। তার মধ্যে সব থেকে বেশী প্রায় ১.২ কোটির মতো রোগী ভারতেই রয়েছে। ফলে ভারতকে মৃগী রোগের রাজধানী হিসেবেও আখ্যা দেওয়া যায়। এই রোগে আক্রান্ত ৫ জন রোগীর একজন রোগী ওষুধে সাড়া দেয় না। ফলে তাদের ক্ষেত্রে সার্জারি বা অস্ত্রোপচার সবথেকে কার্যকর। আর বর্তমানে উন্নত প্রযুক্তির সাহায্য়ে অত্যাধুনিক যন্ত্র এসে গেছে। যার ফলে অস্ত্রোপচারের ঝুঁকি যেমন একদিকে অনেকটাই কমে গেছে অন্যদিকে এই অস্ত্রোপচারের সফলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বর্তমান সময়ে অনেকেই অস্ত্রোপচারের জন্য এগিয়ে আসছেন। কারণ ছোট্ট একটা অস্ত্রোপচার মৃগী রোগীর জীবন বদলে দিতে পারে। তবে এখনও অনেকেই মৃগী রোগে অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে সচেতন নন বলেই জানান নিউরোলজিস্ট ডাঃ প্রবীণ কুমার য়াদব।