eaibanglai
Homeএই বাংলায়মোটরবাইক আরোহীর হাতে তুলে দেওয়া হলো হেলমেট

মোটরবাইক আরোহীর হাতে তুলে দেওয়া হলো হেলমেট

সৌভিক সিকদার, দ্বারিয়াপুর, পূর্ব বর্ধমান- ওদের দীর্ঘদিন ধরেই মনের মধ্যে ভাবনা ছিল সমাজকল্যাণমূলক কিছু কাজ করা। পরিকল্পনা বাস্তবে পরিণত করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে ওঠে অর্থ। সহৃদয় ব্যক্তিদের কাছে অর্থ সাহায্য নিয়ে কোনোরকমে নিজেদের স্বপ্ন পূরণ করে চলছিল। এবার অর্থ সংস্থানের জন্য ওরা অর্থাৎ ছ’সাত জন বন্ধু একত্রিত হয়ে মাস দু’য়েক আগে আউসগ্রামের দ্বারিয়াপুরের আড়‍ৎ সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে গড়ে তোলে ‘আড্ডা’ নামে একটি খাবারের দোকান। মূল লক্ষ্য সেখান থেকে লাভের একটা অংশ নিয়ে মানুষের সেবা করা।

মাঝে মাঝে এলাকায় ঘটে যায় দুর্ঘটনা। প্রায়ই দেখা যায় হেলমেট বিহীন অবস্থায় মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় সম্মুখীন হয়ে চালক সহ আরোহীর মৃত্যু ঘটেছে। ‘আড্ডা’-র পক্ষ থেকে বছরের প্রথম দিন অর্থাৎ ১ লা জানুয়ারি হেলমেট বিহীন দুই মোটরবাইক আরোহীর হাতে তুলে দেওয়া হয় হেলমেট। পাশাপাশি তাদের হেলমেট পরে মোটরবাইক চালানোর জন্য অনুরোধ করা হয়। পাড়ার ছেলেদের এই উদ্যোগে খুব খুশি এলাকাবাসী। তাদের বক্তব্য ওরা খুব ভাল কাজ করছে।


তখন ‘আড্ডা’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন অয়ন ঘোষ, সায়ন চক্রবর্তী, জয়দীপ গণ, রোহন ব্যানার্জী, গোবিন্দ বাগ্দী, মিঠুন রায়, তপন চন্দ্র প্রমুখ।

প্রসঙ্গত, এরআগে তাদের সামান্য আয় থেকে ‘আড্ডা’-র পক্ষ থেকে কিছু পথ কুকুরের মুখে খাবার তুলে দেওয়া হয়, এলাকার দুই ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় বুট সহ অন্যান্য খেলার সামগ্রী।

দেবাঙ্কুর চ্যাটার্জ্জী বললেন, আজ মাত্র দু’জন বাইকচালকের হাতে হেলমেট তুলে দেওয়া হয়েছে। সংখ্যার দিক দিয়ে সেটা খুব একটা বেশি নয়। এই হেলমেট যদি কোনোও দিন কোনোও না কোনো মায়ের কোল শূন্য হওয়া থেকে আটকায় সেটাই হবে শ্রেষ্ঠ প্রাপ্তি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments