সঙ্গীতা চ্যাটার্জী, হুগলিঃ- গতকাল ১৪ ই আগস্ট মধ্যরাত্রে আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও মৃত্যুর সুষ্ঠু সমাধান ও নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়ে এবং কর্মক্ষেত্রে নিজেদের সুরক্ষা প্রদানের দাবি জানিয়ে শহর থেকে শহরতলী মেয়েরা জমায়েত করেছিলো। কলকাতা থেকে শুরু করে বহরমপুর, কান্দি থেকে শুরু করে কামারপুকুর সব জায়গায় মেয়েরা হাতে মোমবাতি নিয়ে ও উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলে রাস্তায় বেরিয়েছিল। মধ্যরাতে মেয়েদের এই মিছিলের নাম হয়েছিল রাতের দখল এবার মেয়েদের। তারকেশ্বর থেকে কামারপুকুর সব জায়গায় বেরিয়েছিলো মেয়েদের এই জমায়েত।
কিন্তু এই জমায়েত শুধু নারীর মধ্যেই আবদ্ধ ছিলো না। পুরুষ মানেই যে ধর্ষক নয় এক পুরুষ যে ভাই হয়ে বোনকে রক্ষা করে, এক পিতা যে জনক হয়ে মেয়ের উদ্দেশ্যে এগিয়ে আসা ঘৃণ্য হাত গুঁড়িয়ে দেয় , সেই সব পুরুষেরা তাদের পরিবারের ও আশেপাশের মেয়ে বোনদের সুরক্ষার দাবিতে এই মিছিলে পা মিলিয়েছিলেন।
গতকাল কামারপুকুরের লাহাবাজারে সাধারণ মানুষের মিছিল ও জমায়েত হয়। সেই মিছিলের ছবি তুলে ধরলাম আপনাদের সামনে।