সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- খনি শহর রানীগঞ্জে ২০০ শয্যা বিশিষ্ট একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন হল সোমবার। রাখি বন্ধনের অনুষ্ঠানের শুভ দিনেই ‘শুভদর্শনী’ মাল্টি স্পেশালিটি হাসপাতালটির উদ্বোধন করেন আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিশিষ্ট চিত্র তারকা শত্রুঘ্ন সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, শুভদর্শিনী হাসপাতালের ডিরেক্টর শান্তি স্বরূপ পারহি, রতিকান্ত রাউত, গায়ত্রী পারহি এবং লক্ষ্মীপ্রিয়া প্রুষ্টি সহ বহুবিশিষ্ট জনেরা। হাসপাতালটি গড়ে উঠেছে রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের ধারেই ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে।
কর্তৃপক্ষের তরফে হাসপাতালের সহ সভাপতি রনি মুখার্জি জানান, বর্তমানে এই দুশো শয্যা বিশিষ্ট হাসপাতালটি আগামীতে সাড়ে তিনশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ছাড়াও, থাকছে সমস্ত চিকিৎসা ব্যবস্থা একই ছাদের তলায়। এছাড়াও খুব শীঘ্রই এই হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত রানীগঞ্জ, আসানসোল শিল্পশহরের মধ্য দিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক চলে যাওয়ায় এই শহরাঞ্চল দুর্ঘটনাপ্রবণ। প্রতিদিনিই এইসব এলাকায় একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটে। জাতীয় সড়কের পাশেই এই মাল্টি স্পেশালিটি হাসপাতালটি হওয়ায় দুর্ঘটনাগ্রস্ত মানুষজন দ্রুত ও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলেই মনে করছেন শিল্পাঞ্চলবাসী।