eaibanglai
Homeএই বাংলায়শহরের দুটি ইস্পাত কারখানায় একই দিনে অবস্থান বিক্ষোভ

শহরের দুটি ইস্পাত কারখানায় একই দিনে অবস্থান বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ডিএসপি কর্তৃপক্ষের শ্রমিক বিরোধী নীতি ও পূর্ণাঙ্গ বেতন চুক্তির দাবি সহ নয় দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে অনশন ও গণঅবস্থানে বসলেন হিন্দুস্থান স্টিল ওর্য়াকার্স ইউনিয়নের কর্মী সমর্থকেরা। এদিন দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী নেতৃত্বে এই আন্দোলন ও অনশন সংগঠিত হয়। জেলা কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী জানিয়েছেন গান্ধীজীর আদর্শ এবং নীতিকে সামনে রেখে এইভাবে তারা শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীর স্বার্থে দাবি আদায়ের আন্দোলনের পথে নেমেছেন।

অন্যদিকে এদিনই দশ দফা দাবি নিয়ে দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানার সামনে বিক্ষোভ অনশনে বসে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। শ্রমিক বিরোধী নীতি ও পূর্ণাঙ্গ বেতন চুক্তির দাবিতে এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সকালে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার গেটের সামনে সত্যাগ্রহ অনশন অবস্থানে বসল আই এন টি ইউ সি। আই এন টি ইউ সি জেলা সভাপতি সুভাষ সাহা এদিন জানান ঠিকা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে হবে। প্রাপ্য ছুটি প্রদান করতে হবে। স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে। দ্রুত তাদের দাবি মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন আই এন টি ইউ সি নেতৃত্ব।

এদিকে একই দিনে দুর্গাপুর ইস্পাত কারখানা এবং দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার সামনে দফায় দফায় অনশন অবস্থান বিক্ষোভ ঘিরে সরগরম শিল্প শহর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments