শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– শুশুনিয়া পাহাড় প্রকৃতিপ্রেমীদের কাছে যেন ভূস্বর্গ। সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশের টানে সারা বছর দূর দূরান্তের মানুষ ভিড় জমান এই পাহাড়ের কোলে। এবার এই সবুজ প্রকৃতির কোলো শুশুনিয়া পাহাড়কে নিজেদের কর্মশালার জায়গা হিসেবে বেছে নিয়েছে বাঁকুড়ার ছবি আঁকার সংগঠন আঁটচালা। দু’দিনের এই জলরঙের কর্মশালায় ২০ জন অঙ্কন শিল্পী অংশগ্রহণ করেছেন।
শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় প্রকৃতির ছবি আঁকছেন শিল্পীরা। কর্মশালার প্রথম দিন স্টিল লাইফ এবং দ্বিতীয় দিন আউটডোর স্টাডির উপর ছবি আঁকছেন শিল্পীরা। এই কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশিষ্ট অঙ্কন শিক্ষক ও ধৌলী আর্ট কলেজের গেষ্ট লেকাচারার সারফুদ্দিন আহমেদ এবং তাসমিনা আহমেদ।
বাঁকুড়া আঁটচালার সম্পাদক সরিৎ সাগর মহান্তি বলেন, বাঁকুড়া শিল্প প্রসিদ্ধ জায়গা, রামকিঙ্কর বেইজ, যামিনী রায়ের মতো স্বনামধন্য চিত্রশিল্পীদের পীঠস্থান। ওঁনাদের পরবর্তী প্রজন্ম যাতে পড়াশোনার পাশাপাশি এই ছবি আঁকার পথটা বেছে নিতে পারে, সেটাকে মাথায় রেখেই আমাদের এই কর্মশালা।