সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল পৌরনিগমের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তৈরি করেছেন সরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পোশাক। বুধবার ওই পোশাক আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে আসানসোল পৌরনিগমের অন্তর্গত ৪৮৩ টি বিদ্যালয় রয়েছে। যার ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১ লক্ষ ১৭ হাজার। আর তাদের জন্যই স্কুল পোশাক তৈরি করেছেন পৌরনিগমের অধীনে থাকা ৩৮০ টি গোষ্ঠীর মহিলারা। ওই পোশাক আগামী দিনে স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে বলে জানান মেয়র।
এদিন মেয়র বিধান উপাধ্যায় বলেন, পরের বছরের জন্য আবার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পোশাক তৈরির কাজের দায়িত্ব তুলে দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই উদ্যম ও সফলতার জন্য তাদের অভিনন্দন জানান মেয়র। অন্যদিকে এতবড় একটি কাজ সফলতার সঙ্গে করতে পেরে রীতিমতো খুশি গোষ্ঠীর মহিলারাও।