নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পনগরীর সুপরিচিত সাংস্কৃতিক সংস্থা সুরঙ্গম এবং দুর্গাপুর ব্যালে ট্রুপ এর উদ্যোগে বর্ণময় বসন্ত উৎসব পালিত হল ২১ শে মার্চ,দুর্গাপুর চিলড্রেন্স একাডেমী অফ কালচার এর সভাগৃহে। প্রায় পাঁচঘণ্টা ব্যাপী আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা ও শিল্পীরা প্রাণবন্ত নিবেদনের মাধ্যমে দর্শক ও শ্রোতাদের মাতিয়ে রাখলেন।সুরঙ্গম,দুর্গাপুর রম্যবীণা,ছন্দবীণা,বেদান্তিকা,দুর্গাপুর ব্যালে,নৃত্যমন্দির,সরগম,নৃত্যাঙ্গন,ঘুঙুর ড্যান্স একাডেমি,নৃত্য নিকেতন,ইচ্ছেডানা,ছন্দম ইত্যাদি বেশ কয়েকটি সাংস্কৃতিক সংস্থা সংগীত, নৃত্য ও আবৃত্তির অনুষ্ঠান নিবেদন করলেন। একক শিল্পীদের ক্ষেত্রে ঋতুকণা ভৌমিক,কাকলি রায়,সুদীপ্তা দাস জানা,মানস মুখোপাধ্যায়,অনিন্দিতা সেনগুপ্ত,মানসী মুখোপাধ্যায়,শম্পা ভট্টাচার্য্য,মুনমুন বেরা,অঞ্জন চট্টোপাধ্যায় প্রমুখের নিবেদনও উল্লেখযোগ্য হয়। বিশিষ্ট সঙ্গীতশিল্পী বিমল মিত্র,বুদ্ধদেব সেনগুপ্ত,কবি অনিরুদ্ধ রায় চৌধুরী প্রমুখের উপস্থিতি অনুষ্ঠানকে ভিন্ন মাত্রায় পৌঁছতে সাহায্য করেছে। অনুষ্ঠান শুরু হয়েছিল সদ্যপ্রয়াত সঙ্গীত শিল্পী তপন দে’র স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। সমগ্র অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সোমা মৈত্র,মন্দিরা পাল চৌধুরী,দীপঙ্কর মুখোপাধ্যায়,অনিরুদ্ধ লাহিড়ী প্রমুখের ভূমিকা ছিল নিঃসন্দেহে উল্লেখযোগ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী ও সংস্থাগুলিকে স্মারক উপহার প্রদান করা হয়।





