নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,আসানসোলঃ– সম্প্রতি সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করে অপমানিত করেছেন বলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শাহের সেই মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। বিরোধীতায় সরব হয়েছে জাতীয় কংগ্রেস সহ বিরোধী দলগুলি। চলছে প্রতিবাদ বিক্ষোভ।
শনিবার শিল্পাঞ্চলের দুই শহর দুর্গাপুর ও আসানসোলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্যব্যের বিরোধীতায় পথে নেমে সরব হন কংগ্রেস নেতা কর্মীরা। এদিন দুর্গাপুরে বেনাচিতির পাঁচ মাথা মোড়ে সংবিধানের জনক ডক্টর বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের প্রতি অমিত শাহের অসম্মানজনক কুরুচিকর মন্তব্য এবং রাহুল গান্ধী ও খার্গেজিকে হেনস্থা করার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। যেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রবীণ নেতা সুদেব রায়, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না, দুর্গাপুর ১নম্বর ব্লক সভাপতি রবীন গাঙ্গুলী, ২ নম্বর ব্লক সভাপতি সৌমেন বাউরী, ৩ নম্বর ব্লক সভাপতি অশোক শাসমল, জেলা সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী সহ বরুণ দাস, বিপুল ঘোষ, দেবাশীষ কর, রতন সরকার,মানস সেনগুপ্ত, সুমনা গুহ,প্রতিমা সাঁই, গোপা মুখার্জী, বিশ্বরূপ ভট্টাচার্য্য, যুব কংগ্রেসের রানা অধিকারী, শাহনাওয়াজ আহমেদ, চন্দ্রশেখর গাঙ্গুলী সহ কংগ্রেসের কর্মী- সমর্থকরা অংশ নিয়েছিলেন।
অন্যদিকে আসানসোলে কুলটি ব্লক কংগ্রেসের তরফে কুলটি থানা প্রাঙ্গনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জন্য অমিত শাহের বিরুদ্ধে একটি স্মারকলিপিও প্রদান করা হয় কুলটি থানার আধিকারিককে । এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেস কমিটির ব্লক সভাপতি সুকান্ত দাস সহ কংগ্রেসের স্থানীয় নেতা কর্মী সমর্থকরা।