eaibanglai
Homeএই বাংলায়হাতির তাণ্ডব থেকে বিষ্ণুপুর শহরকে বাঁচাতে বনদপ্তরের বিশেষ উদ্যোগ

হাতির তাণ্ডব থেকে বিষ্ণুপুর শহরকে বাঁচাতে বনদপ্তরের বিশেষ উদ্যোগ

সংবাদদাতা,বাঁকুড়াঃ– মল্লরাজাদের ঐতিহ্য বহনকারী শহর বিষ্ণুপুর লাগোয়া রয়েছে বিষ্ণুপুর ও জয়পুরের সুবিশাল জঙ্গল। এই জঙ্গলের করিডর দিয়েই দলমা থেকে আসা হাতির দলের যাতায়াত। এই যাতায়াতের পথে অনেক হাতিই আবার রয়ে যায় এই দুই জঙ্গলে। আর মাঝে মাঝেই খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে হাতির দল ঢুকে পড়ে লোকালয়ের গ্রাম ও শহরগুলিতে। এর জেরে ক্ষয়ক্ষতি হয় বিভিন্ন চাষের। পাশাপাশি হাতির তাণ্ডবে ভাঙে ঘরবাড়ি,এমনকি প্রাণহানীর মতো ঘটনাও ঘটতে থাকে। তাই হাতির তাণ্ডব থেকে বিষ্ণুপুর শহরকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বনবিভাগ। বাঁকুড়া বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের উদ্যোগে তৈরি হচ্ছে এলিফ্যান্ট প্রুফ স্ট্রেঞ্জ।

বিষ্ণুপুর শহরে যাতে হাতি বা হাতির দল ঢুকতে না পারে তার জন্য বনবিভাগের উদ্যোগে তৈরি হচ্ছে প্রুফ স্ট্রেঞ্জ। বিষ্ণুপুর শহর থেকে ৩ কিমি দূরে বন কামারপুকুর জঙ্গলের থেকে শুরু হয়েছে এই উদ্যোগ। প্রায় ১৫ থেকে ২০ কিমি এই স্ট্রেঞ্জ কাটা হবে। বনদফতর জানাচ্ছে এই প্রুফ স্ট্রেঞ্জ এর মাধ্যমে হাতিকে করিডরের মধ্যে আটকে রাখা যাবে। ফলে তারা লোকালয়ে বা বিষ্ণুপুরের মতো ব্যস্ত শহরের আর ঢুকতে পারবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments