মনোজ সিংহ, দুর্গাপুর :- আগামী ২৬ শে জানুয়ারি দুপুর দুটোর সময় পূর্ব ভারতের অন্যতম খ্যাতনামা মেডিকেল কলেজ ও হাসপাতাল, সনকা হাসপাতালের, সনকা ক্যান্সার ইনস্টিটিউটের উদ্যোগে শুরু হতে চলেছে। ১০০০ শয্যা বিশিষ্ট একটি ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ও হাসপাতাল যার পোশাকি নাম সনকা ক্যান্সার ইনস্টিটিউট। সম্ভবত পূর্ব ভারতের একমাত্র ১৮০ পেট সিটি স্ক্যান রেডিওথেরাপি ক্যান্সার ট্রিটমেন্টের জন্য উন্নত মেশিন থাকছে এই হাসপাতালে। অত্যাধুনিক এই হাসপাতালটি উদ্বোধন করতে আসবেন হিন্দি চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী তথা ক্যান্সারের সাথে লড়াই করে জিতে আসা মহিমা চৌধুরী। দুর্গাপুর শিল্পাঞ্চলের আদুরে মলানদিঘী সংলগ্ন শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস অ্যান্ড সনকা হাসপাতালেরে উদ্যোগে এই ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়েছে। দক্ষিণ ভারত তথা বাংলাদেশ, শ্রীলংকা, ভুটান , মায়ানমার , নেপাল থেকে সহ একাধিক দেশের ক্যান্সার আক্রান্ত রোগীরা বিশ্বমানের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাবেন এই সনকা ক্যান্সার ইনস্টিটিউটে । আগামী ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দুপুর ২ টার সময় এই হাসপাতালটি শুভ উদ্বোধন হতে চলেছে। শিল্পাঞ্চল দুর্গাপুর, আসানসোল এলাকার সকল বাসিন্দারা এই হাসপাতাল থেকে বিশ্বমানের উন্নত ক্যান্সার চিকিৎসার সুযোগ পাবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।