নিজস্ব প্রতিবেদক,বাঁকুড়া:- আজ সকালে বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের উপর তালডাংরা থানার দালানগড়া মোড় এলাকায় এক সাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক যাত্রী বোঝাই বেসরকারিবাস। নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসটি। আর এই ঘটনায় এক শিশুসহ মোট ১৫ জন আহত হয়েছে এবং বাসের সামনের অংশে থাকা এক যাত্রী এক্সিডেন্ট এরপর চিপা অবস্থায় প্রায় আধঘন্টা আটকে থাকে পরে গ্যাস কাটার দিয়ে বাসের অংশ কেটে ওই আহত যাত্রীকে বের করা হয়। তবে মোট আহতদের মধ্যে গুরুতর আহত এর সংখ্যা ৬ জন। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে অন্যান্যদের তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। এবং অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে বলে জানা যায় হাসপাতাল এর তরফে। জানা যায় এদিন এই বেসরকারি বাসটি বাঁকুড়া থেকে সিমলাপাল দিকে যাচ্ছিল। যাবার পথে তালডাংরা থানা এলাকার দালানগোড়া মোড় এলাকায় এক সাইকেল আরোহী হঠাৎ চলমান এই যাত্রী বোঝাই বাসটির সামনে চলে আসে এবং সেই সাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে এই যাত্রী বোঝাই বাসটি। এর ফলেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে।