সংবাদদাতা, আসানসোল :- আসানসোল রেল স্টেশনের ১৫০ জন হকার বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এদিন সকালে আসানসোলের জিটি রোডের গোধূলি মোড় সংলগ্ন নিজের বাসভবন চত্বরে দলবদল করে আসা রেল হকারদের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপি নেতা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি।
এই প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি সংবাদ মাধ্যমকে বলেন, এদিন আসানসোল রেল স্টেশনের ১৫০ জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব চলা কেন্দ্র সরকারের উন্নয়নমুলক কাজে অনুপ্রাণিত হয়ে তৃনমুল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। দলের তরফে আমি তাদেরকে স্বাগত জানিয়েছি। এই হকারদের নিয়ে একটি কমিটি করা হবে। তাতে আমার প্রতিনিধি হিসেবে কমিটির সভাপতি ও কার্যকরী সভাপতি হবেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর গৌরব গুপ্ত ও রামবাবু সিং ওরফে বান্টি। আগামী ১ সপ্তাহের মধ্যে হকারদের মনে থেকে কমিটির সাধারণ সম্পাদক ও অন্যদের মনোনীত করে একটা কনফারেন্স হবে। তিনি আরো বলেন, রেল হকারদের সমস্যা নিয়ে আসানসোলের ডিআরএমের সঙ্গে আলোচনা করা হবে। কনফারেন্সের দিন তা নিয়ে আলোচনা করে ডিআরএমের সঙ্গে কথা বলার জন্য সময় নেওয়া হবে। যেসব হকারেরা যাত্রীদের স্বার্থে সেবা দেন, তাদের যাতে কোন রকম সমস্যা না হয়, তা দেখা হবে।
এদিকে, এই হকারদের দলবদলকে গুরুত্ব দিতে চায়নি শাসক দলের নেতারা।