সংবাদদাতা, বাঁকুড়াঃ- সোনামুখী জঙ্গলে ১৬ টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছে এর ফলে রাতের ঘুম উড়েছে সোনামুখী জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকা গ্রামবাসীদের। বনদপ্তর সূত্রে জানা যায় বিষ্ণপুরের দিক থেকে হাতিগুলো সোনামুখী রেঞ্জে গতকাল ভোরের দিকে প্রবেশ করে। এই মুহূর্তে হাতিগলো রয়েছে সোনামুখী রেঞ্জের মানিকবাজার বিটের কওড়াশলি এপিসির তেতুলবাঁধ এলাকায়। ১৬ টি হাতির মধ্যে দুটি বাচ্চা হাতি রয়েছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন সময়ে সোনামুখী জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের ঘরবাড়ি ও ফসল হাতির দল এসে নষ্ট করেছে। আর সে কারণেই পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লোকালয়ে যাতে হাতির প্রবেশ করতে না পারে তার জন্য বনদপ্তর সর্বদাই নজরদারির মধ্যে রেখেছেন হাতি গুলোকে। যাতে লোকালয়ে প্রবেশ করে হাতির দলটি সাধারণ মানুষের কোন ক্ষতি করতে না পারে সোনামুখী হেডকোয়ার্টারের বিটবাবু দেবাশীষ নায়েক বলেন, গতকাল ভোরের দিকে আমাদের রেঞ্জে হাতিগুলো ঢুকেছে, ওখানে আমাদের নজরদারি টিম রয়েছে। ফসলের যাতে ক্ষতি না হয় এবং গ্রামে যাতে না ঢুকে তার জন্য আমরা নজরদার রাখছে। যে সমস্ত গ্রামগুলিতে হাতি যেতে পারে সেই সমস্ত গ্রামগুলিতে আমরা মাইকের মাধ্যমে প্রচার করেছি। সাধারণ মানুষ এ বিষয়ে আতঙ্কিত রয়েছে বলে জানান তিনি।