সংবাদদাতা, ভাতারঃ- চাল কল মজুরদের কমপক্ষে ২১,০০০ টাকা বেতন দিতে হবে আর অবসরপ্রাপ্ত মজুরদের পেনশন দিতে হবে মাসে ১০,০০০ টাকা। বর্ধমান জেলা রাইস মিল ওয়ার্কার্স ইউনিয়নের অষ্টম জেলা সন্মেলনে উঠল এই দাবি। পাশাপাশি, সমস্ত কর্মচারীর পি.এফ, জনতা পলিসি এবং ই.এস.আই. স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও করতে হবে বলে জোরালো দাবি তুলল বাম্পন্থী শ্রমিক সংগঠনটি।
রবিবার দিন ভর ভাতার থানার আমারুন গ্রামে ওই সন্মেলনের উদ্বোধন করেন সিটু নেতা আভাস রায় চৌধুরী। ছিলেন শ্রমিক নেতা অঞ্জন চ্যাটারজীও। সন্মেলনে বিভিন্ন কর্মসূচীতে খেত মজুর ও কৃষক সংগঠনের সাথে চাল কল মজুরদের যৌথ আন্দোলনেরও দিশা দেওয়া হয়।
পূর্ব বর্ধমান কে বলা হয় রাজ্যের শষ্য গোলা। এই জেলায় সরকারি ভাবে পঞ্জীকৃত ৫১৭ টি চাল কলের মধ্যে ২১৮ টি’ই এখন বন্ধ। এই জেলায় চাল কলের সাথে যুক্ত ১৮০০০ মজুর। সন্মেলনে বামপন্থী নেতৃবৃন্দ দাবি তোলেন- ‘ভ্রান্ত সরকারি নীতি, অদক্ষ পরিচালনা এবং চাল কল মালিকদের শরিকি বিবাদই একের পর এক চাল কল বন্ধ হয়ে পড়ে থাকার আসল কারন’।