eaibanglai
Homeএই বাংলায়স্বপ্নছন্দম এর ২৩-তম বর্ষপূর্ত্তি

স্বপ্নছন্দম এর ২৩-তম বর্ষপূর্ত্তি

সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুরের সুপরিচিত সাংস্কৃতিক সংস্থা স্বপ্নছন্দম এর ২৩-তম বর্ষপূর্ত্তি উৎসব অনুষ্ঠিত হল ১৭-ই জুন, স্থানীয় সৃজনী প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, শ্রুতিনাটক ইত্যাদির বৈচিত্র্যপূর্ণ পরিবেশন উপভোগ করলেন উপস্থিত দর্শক-শ্রোতাবৃন্দ। স্বপ্নছন্দম এর কলাকুশলীরা ছাড়াও অংশ নিলেন- দুর্গাপুর রম্যবীণা, কথা ও কাহিনী, আরাধনা ড্যান্স একাডেমী, দুর্গাপুর ক্যয়ার, সুর পরিষদ, স্বরবাক, কলাক্ষেত্রম, উড়ান, ক্যামেলিয়া, সঙ্গীতায়ন, নটরাজ ড্যান্স একাডেমী, নিঃ ভাঃ বঙ্গ সাহিত্য সন্মেলন, ছন্দবাণী, চিরন্তন কথা, ইচ্ছেডানা, পটমঞ্জরী, সৃজন সৃষ্টি ইত্যাদি ২৭ টি সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত এবং উল্লেখযোগ্য সাংস্কৃতিক ব্যক্তিদের সংবর্ধিত করা হল। মধ্যাহ্নের শুরু থেকে রাত্রি পর্যন্ত একাদিক্রমে দীর্ঘসময় ধরে চলা অনুষ্ঠানের অধিকাংশ কৃতিত্ব নিঃসন্দেহে স্বপ্নছন্দম এর কর্ণধার কাকলি দাশগুপ্ত এবং তাঁর সহযোগীদের প্রাপ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments