eaibanglai
Homeএই বাংলায়পশ্চিম বর্ধমান জেলায় ৯ টি বিধানসভায় ২৪টি মডেল পোলিং স্টেশন

পশ্চিম বর্ধমান জেলায় ৯ টি বিধানসভায় ২৪টি মডেল পোলিং স্টেশন

সংবাদদাতা, আসানসোল:- এবারের লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলায় মোট ২৪ টি মডেল পোলিং স্টেশন বা বুথ রয়েছে। যার মধ্যে ১২ টি মডেল বুথ রয়েছে দুর্গাপুর পুর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভা। আর বাকি ১২ টি রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে। দুর্গাপুর পুর্ব বিধানসভার কাঁকসার বিরুডিহায় ৪ টি মডেল পোলিং স্টেশন গড়া হয়েছে। এছাড়া দুর্গাপুর পশ্চিমে ৮ টি ভোট কেন্দ্রে মডেল পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। পান্ডবেশ্বর, হয়েছে দুটি । সালানপুরে হয়েছে ২ টি মডেল পোলিং বুথ । আসানসোল পুরনিগম এলাকায় চারটি মডেল পোলিং স্টেশন করা হয়েছে। রানিগঞ্জ ও জামুরিয়া বিধানসভায় মডেল পোলিং স্টেশন করা হয়েছে। অন্যদিকে, জেলায় মহিলা বুথের সংখ্যা ২৪ টি। যার মধ্যে আসানসোল উত্তরে মহিলা বুথের ৫ টি। এছাড়াও একটি বুথ আছে শারীরিকভাবে সক্ষম ( পিডবলুডি) ভোটারদের জন্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments