eaibanglai
Homeএই বাংলায়সাগরে ফুঁসছে তিন তিনটি ঘূর্ণিঝড়

সাগরে ফুঁসছে তিন তিনটি ঘূর্ণিঝড়

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– বঙ্গোপসাগর ও আরব সাগরে আগামী কয়েক দিনের মধ্যে তিন -তিনটি সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। আবহ বিজ্ঞানীরা জানাচ্ছেন এই সময়ে সমুদ্রের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় সাধারণত স্থলভাগের ওপর আছড়ে পড়ে না। কিন্তু বিশ্ব উষ্ণায়নের জেরে সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে সমুদ্রের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের বেশিরভাগই স্থলভাগের অভিমুখে ধেয়ে আসছে। এটা যে শুধুমাত্র বঙ্গোপসাগর বা আরব সাগরের ক্ষেত্রে হচ্ছে তা নয়৷ এই পরিস্থিতি সারা বিশ্বের সমস্ত সাগরের ক্ষেত্রেই দেখা যাচ্ছে।

ইউরোপিয়ান আবহাওয়া সংস্থার পক্ষ থেকে সাম্প্রতিক সাইক্লোন অ্যালার্ট জারি করে বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির কথা জানানো হয়েছে। মধ্য আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটির গতিবেগ ১০০ কিমি প্রতি ঘণ্টা অবধি হতে পারে বলে প্রাথমিক অনুমান আবহবীদদের। তবে অন্য ঘূর্ণিঝড়টির গতিবেগ ১০০ কিমি প্রতি ঘণ্টার চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে ৮ তারিখ রাত থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা প্রবল। তবে তার গতিবেগ ১০০ কিমি থেকে কম হবে বলে অনুমান।

তবে ঘুর্ণিঝড়গুলির নাম ঠিক হবে তাদের সৃষ্টির সময় অনুযায়ী। প্রথম যে ঘূর্ণীঝড় তৈরি হবে তার নাম হবে বিপর্যয়, তারপর যথাক্রমে তেজ ও হামুন। বিপর্যয় নামটি বাংলাদেশের দেওয়া। তেজ ভারতের দেওয়া নাম। আর হামুন নামটি দিয়েছে ইরান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments