eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের পরিচালনায় ৩য় আন্তঃ কলেজ অ্যাথেলেটিক মিট অনুষ্ঠিত হল

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের পরিচালনায় ৩য় আন্তঃ কলেজ অ্যাথেলেটিক মিট অনুষ্ঠিত হল

সংবাদদাতা, বাঁকুড়াঃ- ১৬ ই ফেব্রুয়ারি স্থানীয় পুরান্দারপুর হাই স্কুল এর মাঠে। মোট১৬ টি কলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ৯৩ জন পুরুষ ও ৮৫ জন মহিলা অ্যাথেলিট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলাশাসক ডঃ উমাশঙ্কর এস মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কোটেশবরা রাও এন। তাঁদের বরণ করেন মাননীয় উপাচার্য দেবনারায়ন বন্দ্যোপাধ্যায় মহাশয়।প্রতিযোগিতায় পুরুষ বিভাগে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয় অন্দা থানা মহাবিদ্যালয়। এবং মহিলাদের বিভাগে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয় সালতরা নেতাজি সেন্টেনারী কলেজ।যুগ্মভাবে শ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন চাটরা রামাই পন্ডিত মহাবিদ্যালয়ের কৌশিক খাঁড়া ও অন্ডা থানা মহাবিদ্যালয়ের সঞ্জয় বাউরি।মহিলাদের বিভাগে যুগ্ম ভাবে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন বাঁকুড়া খৃষ্টান কলেজ এর পূজা সেন ও পাত্রসায়ের মহাবিদ্যালয়ের মিনু লোহার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments