শুভ্রাচল চৌধুরী, ইন্দাস, বাঁকুড়া:- অবৈধ বালি বোঝাই তিনটি ট্রাক্টর আটক, গ্রেফতার ট্রাক্টরগুলির তিন চালক। ফের অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করল পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার ইন্দাস থানার আকুই এলাকা থেকে পুলিশ অবৈধ বালি বোঝাই মোট তিনটি ট্রাক্টর আটক করে। গ্রেফতার করা হয় ওই তিনটি ট্রাক্টরের চালককে। আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বর্ধমানের খন্ডঘোষ এলাকা থেকে ইন্দাসের আকুই হয়ে বালি পাচার করা হচ্ছে এই খবর আসে ইন্দাস থানার পুলিশের কাছে। এরপরই পুলিশ আকুই এলাকায় ফাঁদ পাতে। সেখানে একের পর এক বালি বোঝাই ট্রাক্টর এলে পুলিশ ট্রাক্টরগুলির কাছে নথি দেখতে চায়। অভিযোগ তিনটি ট্রাক্টর বোঝাই করা বালির বৈধ নথি দেখাতে না পারায় তৎক্ষনাৎ সেগুলিকে আটক করা হয়। বালি পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ওই তিনটি ট্রাক্টরের চালককে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম অনিমেষ মাঝি, সুরজ মাঝি ও সুরেশ মাঝি। ধৃত তিনজনের বাড়ি পুরুলিয়া ও পুর্ব বর্ধমান জেলার খন্ডঘোষে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।