eaibanglai
Homeএই বাংলায়কাউন্সিলর প্রতি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করল পুরনিগম

কাউন্সিলর প্রতি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করল পুরনিগম

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- আসানসোলের উন্নয়নে প্রত্যেক কাউন্সিলরকে ৩০ লক্ষ টাকার তহবিল বরাদ্দ করার সিদ্ধান্ত নিল আসানসোল পুরনিগম। বুধবার পুরনিগমের চলতি মাসের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেয়র বিধান উপাধ্যায়। উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে এই সিদ্ধান্ত বলে জানান মেয়র। আর আসানসোলের সামগ্রিক এই উন্নয়নে আনুমানিক ৩২ কোটি টাকা খরচ হবে বলেও এদিন জানান তিনি। পাশাপাশি আসানসোল লোকসভা কেন্দ্রের দুই বিজেপি বিধায়ককেও আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের এই উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন মেয়র।

অন্যদিকে আসানসোলের বিভিন্ন এলাকায় রাস্তা খুঁড়ে বিদ্যুৎ ও জলের পাইপ লাইনের কাজ চলায় এই বর্ষায় দুর্বিসহ অবস্থা শহরবাসীর। এই বিষয়ে মেয়র জানান দুর্গাপুজোর আগেই রাস্তা মেরামতের কাজ শেষ করা হবে। এছাড়া দখল সংক্রান্ত প্রশ্নের উত্তরে মেয়র বলেন, “অবৈধ দখল সংক্রান্ত সমীক্ষার কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। দুর্গাপুজোর পরে ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি তিনি দাবি করেন দুর্গাপুজোর আগে ফুটপাথ এমনভাবে সাজানো হবে যাতে মানুষের কোনো সমস্যা না হয়। অন্যদিকে বেআইনি হোর্ডিং ও অবৈধ পার্কিং নিয়ে এদিন হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, “অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।”

এদিনের বৈঠকে মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিম উল হক, এমএমআইসি, বরো চেয়ারম্যান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments