সংবাদদাতা , বাঁকুড়াঃ- প্রায় তিরিশটি খরগোস উদ্ধার করলো বনদপ্তর। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার সোনামুখীর কুশডিহি জঙ্গল থেকে এই খরগোশ গুলি উদ্ধার করে নিয়ে আসে হয়। বনদপ্তর সূত্রে খবর, এদিন বিকেলে সোনামুখী কলেজের এক অধ্যাপকের কাছ থেকে এবিষয়ে খবর পেয়ে বনকর্মীরা ঐ খরগোশ গুলি উদ্ধার করে নিয়ে আসে। সোনামুখীর বনাধিকারিক দয়াল চক্রবর্ত্তী বলেন, খবর পেয়ে দ্রুততার সঙ্গে ঐ খরগোশ গুলি উদ্ধার করে আনা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান কেউ বা কারা জঙ্গলে খরগোশ গুলি ছেড়ে যান। প্রাথমিক পর্যায়ে ঐ খরগোশ গুলিকে চিকিৎসকের তত্বাবধানে রাখা হয়েছে। পরবর্ত্তী পর্যায়ে খরগোশ গুলির পূনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।