সংবাদদাতা, বাঁকুড়া ও পুরুলিয়াঃ- ঘন কুয়াশায় দেখতে না পেয়ে রাস্তার ধারে ধাক্কা মারল গাড়ি। ঘটনায় ওই গাড়িতে থাকা দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন যাত্রী। আজ ভোরে ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বাঁকুড়ার দুর্লভপুরের কাছে ঘটকগ্রামে। মৃতদের নাম সঞ্জীব দত্ত ও মুকেশ খান্ডেলওয়াল। মৃত দুজনেরই বাড়ি বাঁকুড়া শহরে। স্থানীয় সূত্রে জানা গেছে গাড়িটিতে চড়ে তিনজন আজ ভোরে রাণীগঞ্জের দিক থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়ার দিকে আসছিল। ৬০ নম্বর জাতীয় সড়কের গঙ্গাজলঘাটি থানার ঘটকগ্রামের কাছে আসতেই নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি রাস্তার ধারের গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। পরে স্থানীয় বাসিন্দা ও গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ গাড়ি থেকে আহত এক যাত্রীকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। মৃতদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি আজ ভোরে ঘন কুয়াশার কারনে দৃশ্যমানতা বেশ কম ছিল। সেকারনেই এই দুর্ঘটনা ঘটেছে।
অন্যদিকে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বাইক আরোহীর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জয়পুর থানার রাখবড় মোড়ে। ঘটনা গুরুতর আহত হয়েছেন আরেক জনক। তাঁকে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয়েছে পুরুলিয়া সদর হাসপাতালে। মৃত দুই বাইক আরোহীর নাম অশোক কুমার ও অঙ্গত কুমার। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন কোটশিলা দিক একটি ট্রাক এক বাইক আরোহী কে ধাক্কা মারে। ঘটনায় বাইকের দুই আরোহীর মৃত্যু হয়। ঘটনা জেরে ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। জয়পুর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ময়না তদন্ত জন্য পাঠায়। পালানো সময় ঘাতক ট্রাকটি কে আটক করে কোটশিলা থানার পুলিশ।